প্রকাশিত: Wed, May 22, 2024 10:59 AM
আপডেট: Sat, Dec 6, 2025 12:46 PM

[১]আইসিসির পদক্ষেপে তীব্র নিন্দা নেতানিয়াহুর

ইমরুল শাহেদ: [২] ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির চেষ্টার তীব্র নিন্দা করেছেন। 

[৩] বিবিসি জানিয়েছে, সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে হিব্রু ভাষায় দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘গণতান্ত্রিক ইসরায়েলের প্রধানমন্ত্রী-প্রতিরক্ষামন্ত্রীকে উগ্রপন্থি খুনীদের সঙ্গে এক সারিতে বিবেচনা করায় ইসরায়েল হতভম্ব, হতাশ এবং ক্ষুব্ধ। ইসরায়েলের নেৃতত্বকে হামাসের সমপর্যায়ে নামিয়ে আনা একটি হঠকারি এবং চরম ঔদ্ধত্বপূর্ণ মনোভাবের বহিঃপ্রকাশ।’

[৪] হামাস তাদের নেতাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহারের দাবি জানিয়ে বলেছে, আইসিসির প্রধান কৌঁসুলি, ‘ভুক্তভোগীর সঙ্গে জল্লাদের তুলনা করেছেন।’ হামাসের আরও অভিযোগ, ইসরায়েলি নেতৃত্বের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির অনুরোধ জানাতে সাত মাস দেরি হয়ে গিয়েছে। ‘ইতিমধ্যে ইসরায়েলের দখলদাররা হাজার হাজার অপরাধ করে ফেলেছে।’

[৫] সোমবারই আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান প্রসিকিউটর করিম খান ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যালান্ট ও হামাস প্রধান ইসমাইল হানিয়া, অন্য দুই শীর্ষ নেতা - মোহাম্মদ দিয়াব ইব্রাহিম আল-মাসরি, আল কাসেম ব্রিগেডের নেতা এবং মোহাম্মদ দেইফ নামে পরিচিতসহ পাঁচ জনের বিরুদ্ধে অপরাধ সংগঠনের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা চেয়ে আবেদন করেছেন। 

[৬] তবে আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও তা বাস্তবায়নের জন্য শক্তিপ্রয়োগের ক্ষমতা আদালতটির নেই। তবে মূল সমস্যা হলো, একবার যদি আইসিসি পরোয়ানা জারি করে - তাহলে তা প্রত্যাহারের আগ পর্যন্ত এই আদালতকে স্বীকৃতি দেওয়া দেশগুলোতে সফর করা ব্যাপক ঝুঁকিপূর্ণ হবে নেতানিয়াহু, হামাস প্রধান হানিয়া এবং তালিকার অপর তিন জনের জন্য। সম্পাদনা: এম খান